আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পটুয়াখালীতে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত থেকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে এর আগে গত দুই দিন থেমে থেম গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টি হয়েছে।
গত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় ৯৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রাতভর টানা বর্ষনে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা।
এদিকে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।
উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আল