ভারত যাবার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টার দিকে তারা ভারত যাচ্ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ।
তিনি জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশকালে তাকে (সুস্মিতা পান্ডে) সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসেবে স্বীকার করেন। চিকিৎসার জন্য সোমবার বিকেলে ভারতে যাচ্ছিলেন সুস্মিতা। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গ্রেপ্তারকৃতরা মাগুরা সাতদোহা এলাকার স্বপন পান্ডের সন্তান।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ঢাকা ইডেন কলেজ শাখার ছাত্রলীগ নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাই সত্যজিত পান্ডে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন তাদের আটক করে আমার অধিন্যাস্ত পোর্ট থানায় হস্থান্তর করেছে। এখান থেকে তাদেরকে ঢাকার নিউ মার্কেট থানা হেফাজতে হস্তান্তর করা হবে।
এসএ