সম্প্রতি টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করায় বাংলাদেশকে নিয়ে অন্যভাবে চিন্তুা করছে ভারত। তবে ব্যাটিং–বোলিংয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে হলে মানসিকভাবে শক্ত থাকতে হবে নাজমুল–নাহিদ রানাদের। পারফম্যান্স ধরে রাখতে হলে ২২ গজের দিকেই মনযোগী থাকার পরামর্শ সাবেক ক্রিকেটারদের।
বাংলাদেশ দল প্রথমবার ভারতে টেস্ট খেলতে গিয়েছিলো ২০১৭ সালে, টেস্ট মর্যাদা পাওয়ার ১৭ বছর পর। ভারতে প্রথম টেস্ট খেলতে প্রায় দেড় যুগ লাগলেও শেষ ৭ বছরে এ নিয়ে তৃতীয়বার ভারত সফরে গেলো টাইগাররা।
এবার নাজমুল শান্তর নেতৃত্বাধীন দল, এমন সময় ভারতের মাটিতে খেলবে, যখন পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করে বেশ আত্মবিশ্বাসী তারা। তাই ভারত অন্য যে কোনও বারের চেয়ে এবার বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে সফরকারীদের।
রোহিত–কোহলিরা টেস্ট ক্রিকেটে ফিরতে চলেছে ছয় মাস বিরতির পর। তারওপর সামনেই আছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে টেস্ট সিরিজ। সব মিলিয়ে চেন্নাই টেস্টের শক্তিশালী ভারতীয় দলই বলে দিচ্ছে, তারা কতটা গুরুত্ব দিচ্ছে এই সিরিজকে।
চেন্নাই ও কানপুরে দুই টেস্টের পর ৬ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।