ক্রিকেটে ভারত–পাকিস্তান ম্যাচ মানে টান টান উত্তেজনা। এশিয়া কাপে সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশি এক আম্পায়ার। ইতোমধ্যে টুর্নামেন্টের গ্রুপ পর্বের জন্য ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেখানে ভারত–পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান–হংকং ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৫ এশিয়া কাপ।
এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল। ‘এ’ ও ‘বি’ গ্রুপে খেলবে চারটি করে দল। গ্রুপ পর্বের ১২ ম্যাচের জন্য ৮ ম্যাচ কর্মকর্তার নাম প্রকাশ করেছে এসিসি। যার মধ্যে বাংলাদেশ থেকে আছেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। মুকুল ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে হতে যাওয়া ভারত–পাকিস্তান ম্যাচে থাকছেন মাঠের আম্পায়ারের দায়িত্বে। তার সঙ্গে এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন লঙ্কান রুচিরা পালিয়াগুরুগে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
এশিয়া কাপের গ্রুপ পর্বের জন্য মূলত চার দেশের দুজন করে আম্পায়ারের নাম প্রকাশ করা হয়েছে। পালিয়াগুরুগের পাশাপাশি শ্রীলঙ্কার আরেক আম্পায়ার হচ্ছেন রবীন্দ্র উইমালাসিরি। ভারত থেকে আছেন রোহান পন্ডিত ও বীরেন্দর শর্মা। গ্রুপ পর্বে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পাকিস্তানের দুই আম্পায়ার আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি। আফগানিস্তান থেকে আছেন আহমাদ পাকতিন ও ইজাতউল্লাহ শফি। তারা টিভি আম্পায়ারের কাজ করবেন ভারত–পাকিস্তান ম্যাচে।
এর আগেও ভারত–পাকিস্তান ম্যাচ পরিচালনা করেছেন মুকুল। ২০২২ এশিয়া কাপে গ্রুপ পর্ব, সুপার ফোর দুবারই ভারত–পাকিস্তানের ম্যাচে ছিলেন তিনি। ওয়ানডে ও টি–টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে বাংলাদেশের এই আম্পায়ার মাঠের আম্পায়ার হিসেবে কাজ করেছেন।
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ১১, ১৩ ও ১৬ সেপ্টেম্বর হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটনরা। গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে আবুধাবিতে।
অভি/এজে