২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল এশিয়া কাপের এবারের আসর। তবে খেলতে পাকিস্তানে যাবে না ভারত।
মঙ্গলবার, মুম্বইতে বিসিসিআইয়ের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাতে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল এশিয়া কাপ। ২০২৩ সালে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। তাই পাকিস্তানে এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করবে কি না, সেই নিয়ে জল্পনা ছিলই। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে জয় শাহ জানিয়েছেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত।
তিনি আরও জানান, ‘আমি এসিসির সভাপতি হিসেবে বলছি, ২০২৩ সালের এশিয়া কাপ হবে নিরপেক্ষ ভেন্যুতে। আমরা পাকিস্তানে যাব না। তারাও ভারতে আসবে না। এশিয়া কাপ আগেও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে।’
২০২৩ এশিয়া কাপ ছাড়াও ২০২৫ সালেও চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা আছে পাকিস্তানে। সে টুর্নামেন্ট পাকিস্তানে হওয়া নিয়ে শঙ্কা জাগল। অন্যদিকে আগামী বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। যেহেতু পাকিস্তানের ভারতে খেলতে যাওয়া নিয়ে সমস্যা আছে। তাই শঙ্কা আছে এ বিশ্বকাপেও পাকিস্তানের খেলা নিয়ে।