কাশ্মীর ইস্যুতে ভারত–পাকিস্তানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উভয় দেশকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখিছেন, ‘সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা পাল্টা–হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।‘
তিনি আরও বলেন, ‘এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।‘
দিনশেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয় দাবি করে কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করেন তিনি।
গত মঙ্গলবার (৬ মে) গভীর রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। এর জবাবে একই রাতে পাল্টা হামলা চালায় পাকিস্তান। এর আগে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন। এই ঘটনায় দায় স্বীকার করেনি এখনো কোনো গোষ্ঠী।