সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে ভারত থেকে বাণিজ্য মন্ত্রলায়ের আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ১৬৫০ মেট্রিক টন পেয়াজ।
সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এর আগে রবিবার (৩১ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে দেশে প্রবেশ করে পেঁয়াজের এই চালান।
এরপর, সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। ভারত থেকে আমদানি করা এই ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ এখান থেকে ডিলারদের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।
ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম–পরিচালক প্রতাপ কুমার জানান, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা বিক্রি শুরু হবে। তবে পুরো খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান এটি। পেঁয়াজের এই চালানটি রপ্তানি করেছে ভারতের ন্যাশনাল কো–অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড।
এসএ/দীপ্ত সংবাদ