ভারত ও চীনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বাংলাদেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে বেইজিংয়ের প্রতি আহবান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ভারতে গুপ্তচর সন্দেহে জেল খেটে মুক্তি পেল কবুতর
পরে বৈঠকের বিষয়ে সংবাদিকদের ব্রিফ করেন সেতুমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
এছাড়া মিয়ানমার আকাশসীমা লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন, ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশটির অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আল / দীপ্ত সংবাদ