আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ইস্যুতে ভারতের মাটিতে পা না রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় আসা আইসিসি প্রতিনিধিদের সাথে দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষেও নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়েনি বাংলাদেশ।
নিরাপত্তা উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখতে আজ আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে। বিসিবি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে দীর্ঘ আলোচনা হয় তাদের। বৈঠকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটার, সমর্থক এবং সংবাদকর্মীরা নিরাপদ নন।
বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আগেই আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুর প্রস্তাব দিয়েছিল। আজকের সরাসরি বৈঠকেও সেই একই দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
এর আগে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, বোর্ড এবং সরকারের অবস্থান এখানে অভিন্ন। তিনি বলেন, ‘আমাদের দল সেখানে নিরাপদ না—এটি আমাদের বোর্ড ও সরকার উভয়েরই পর্যবেক্ষণ। বিষয়টি ইতিবাচক যে আইসিসি প্রতিনিধিরা আলোচনার জন্য এসেছেন, তবে আমাদের অবস্থান অপরিবর্তিত।‘
আইসিসি প্রতিনিধি দল বিসিবির অনড় অবস্থানের কথাটি গুরুত্বের সাথে আমলে নিয়েছে। তারা আশ্বাস দিয়েছে যে, বাংলাদেশের এই উদ্বেগের বিষয়টি আইসিসির বোর্ড সভায় দ্রুত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বাংলাদেশের এই কঠোর অবস্থানের কারণে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন হবে নাকি অন্য কোনো ‘হাইব্রিড মডেল‘ আসবে, তা এখন আইসিসির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
বিসিবি আশা করছে, শেষ পর্যন্ত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আইসিসি ইতিবাচক কোনো সমাধান দেবে।