নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি–২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই–মেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
চিঠিতে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়ার পাশাপাশি ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাওয়ার ইচ্ছার কথাও জানানো হয়েছে।
মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেয়ার পর বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচই ভারতে অনুষ্ঠিত হবে।
প্রথমে আইসিসিকে তিনটি বিষয়ে চিঠি দেয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত একটি দাবি জানিয়েছে বিসিবি। যেখানে সিদ্ধান্ত হয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। এছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের কথাও বলা হয়েছে চিঠিতে। বাংলাদেশ তাদের সবকটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে চায়