হামলার প্রতিবাদে ভারত শাসিত কাশ্মীরের গুরুত্বপূর্ণ শহর জম্মুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাতে হামলার ফলে জম্মু শহরসহ আখনুর, সাম্বা, কিশতওয়ার জেলায় জরুরি সতর্কতা জারি করা হয়। পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
এদিকে হামলা প্রতিহত করতে সক্রিয় হয়েছে ভারতের বিমান বাহিনী।
জম্মু–কাশ্মীরের পাশাপাশি পাঞ্জাব, রাজস্থানসহ বিভিন্ন এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
সম্প্রতি পহেলগাম হামলার পর থেকেই কাশ্মীর অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের দাবি, পাকিস্তান তার সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অন্যদিকে, পাকিস্তান অভিযোগ করছে যে ভারত তাদের ভূখণ্ডে বেসামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে।পাকিস্তান