কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে আটক হওয়া বাংলাদেশি দুই নারী ও এক পুরুষ দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসারা হলেন– রুনা বেগম (৩২), মলি বেগম (৩৬) ও ইউসুফ আলী(৪৩)। তাদের বাড়ি লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ফেরত আসা তিনজনকে আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে পোর্ট থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যান।
জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালচক্র তাদের তিন বছর আগে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করেন। সেখানে কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশ এবং অবস্থান করার অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের দুই বছরের সাজা দেয়। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় তারা দেশে ফিরেছেন। তাদেরকে পোর্ট থানা থেকে গ্রহণ করা হয়েছে। পরে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।