ঈদের দিনে দেশব্যাপী ১২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ছবি ‘তুফান’। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স, সবখানেই ছবিটি নিয়ে চর্চা তুঙ্গে। ছবির টিকেট পেতে দর্শকের রীতিমত হাহাকার! এসব তোরজোরের কারণে ছবিটি আগ্রহ বাড়িয়েছে পাশের দেশ ভারতেও!
মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড। বাংলা সিনেমার জগতে সিনেপ্লেক্সে সর্বোচ্চ শোয়ের রেকর্ডসহ দেশের একাধিক শো হাউজফুল করে রেখেছে শাকিব খানের ‘তুফান’। এছাড়াও মধ্যরাতে শো চালানোর রেকর্ড এমনকি সিনেমাটির টিকিট না পেয়ে ঢাকার একটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে।
‘তুফান’ এর প্রযোজনা এবং বিতরণের সাথে যুক্ত আছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সেই সঙ্গে নায়িকা হিসেবে শাকিবের বিপরীতে আছেন মিমি চক্রবর্তী! সব মিলিয়ে ‘তুফান’ পশ্চিমবাংলার দর্শক আগ্রহের চূড়ান্তে– তা বলা বাহুল! কিন্তু সেই দেশটিতে কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘তুফান’ ভারতের প্রেক্ষাগৃহে আগামী ২৮ জুন মুক্তি পেতে পারে। তবে এ প্রসঙ্গে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
আল / দীপ্ত সংবাদ