ভারত সফরে আসতে রাজি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল। লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজদের সরাসরি মাঠে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় সমর্থকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।
আর্জেন্টিনার গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বরে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছে লিওনেল মেসি–মার্টিনেজরা। এএফএ জানিয়েছে, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা ৩টি ম্যাচ খেলবে। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং বাকিটি ভারতের কেরালায়। প্রীতি ম্যাচ চূড়ান্ত হলেও এখনও নির্ধারিত হয়নি প্রতিপক্ষ।
একটি প্রীতি ম্যাচের জন্য ভারতের যা খরচ হচ্ছে তা চোখ কপালে উঠার মতো! শুধু আর্জেন্টিনা ফুটবল দলকে ভারতে আনতে এবং ম্যাচ খেলাতে ভারতের খরচ হচ্ছে ১৫ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় তা দাঁড়ায় ১৩০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮১ কোটি টাকা।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত শনিবার জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম উল্লেখ করেছে। এই ম্যাচে মেসিও যে খেলবেন, তা নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান।
তবে কেরালায় মেসি–মার্তিনেজ–আলভারেজরা কোন দলের বিপক্ষে খেলবেন, তা এখনো ঠিক হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। আর্জেন্টিনার চাওয়া, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০–এ আছে, এমন এক দলের বিপক্ষে খেলা।
আর্জেন্টিনার প্রতিপক্ষ দলও যেহেতু ভারতের বাইরের, তাই তাদের পেছনেও কেরালা সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে। রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি (৫৫৬ কোটি টাকা) ব্যয় হবে।