৮
সতর্কবার্তায় ডব্লিউএইচও বলেছে, ভারতের ম্যারিয়ন বায়োটেক কোম্পানির উৎপাদিত চিকিৎসাপণ্যগুলো ‘নিম্নমানের’ এবং কোম্পানিটি এইসব পণ্যের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।
কয়েকসপ্তাহ আগে গতবছর ডিসেম্বরের শেষ দিকে উজবেকিস্তান ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হওয়ার অভিযোগ করেছিল। ওই শিশুরা ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করেছিল।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই ডব্লিউএইচও’র এ সতর্কতা জারি। তবে ম্যারিয়ন বায়োটেক এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। বিবিসি মন্তব্য জানার জন্য ম্যারিয়ন বায়োটেক এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।