কমিউনিটি গাইডলাইন লংঘন, জালিয়াতি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সহিংসতা ছড়ানোর অভিযোগে ভারতের ২৯ লাখেরও বেশি ভিডিও মুছে ফেলেছে ইউটিউব। ভিডিওগুলো গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আপলোড করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অপসারিত ভিডিওগুলোর বেশিরভাগই বাংলাদেশকে কেন্দ্র করে প্রপাগাণ্ডামূলক ছিল।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত থেকেই সবচেয়ে বেশি ভিডিও মুছে দিয়েছে ইউটিউব। ভারতের পরেই তালিকায় রয়েছে ব্রাজিল। ইউটিউব জানিয়েছে, তাদের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে নীতিমালা লংঘনকারী ভিডিও শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।
ইউটিউবের প্রকাশিত তথ্য অনুযায়ী, মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে— ৮১.৭% জালিয়াতি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে সরানো হয়েছে। ৬.৬% ভিডিও হয়রানি ও হেনস্থার জন্য দায়ী। ৫.৯% শিশু সুরক্ষার জন্য ক্ষতিকর ছিল এবং ৩.৭% ভিডিওতে সহিংসতা প্রচার করা হয়েছিল।
এছাড়াও, ইউটিউব একই সময়ে ৪৮ লাখ চ্যানেল এবং ১৩০ কোটি কমেন্ট মুছে দিয়েছে, যা অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সামগ্রিক উদ্যোগের অংশ।
ইউটিউব জানিয়েছে, আগামী ১৯ মার্চ ২০২৫ থেকে প্ল্যাটফর্মের নিয়ম আরও কঠোর করা হবে। বিশেষত, অনলাইন গ্যাম্বলিং সম্পর্কিত ভিডিওর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নতুন নিয়মে অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদেরও অতিরিক্ত বিধিনিষেধ মেনে চলতে হবে।
সূত্র: আনন্দবাজার