সীমান্ত হত্যা বাংলাদেশ–ভারত সম্পর্কের পথে বড় অন্তরায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তিনি বলেন, যখন ভারতের সঙ্গে সুম্পর্ককে ‘সোনালি যুগ’ হিসেবে দেখা হতো তখনও এই সীমান্ত হত্যা হতো, সীমান্তে হত্যাকান্ড অগ্রহণযোগ্য।
এসময় পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন রাষ্ট্রপতির ‘সেকেন্ড হোম’ প্রসঙ্গেও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম বা দুবাইতে বিনিয়োগ নিয়ে সামাজিক গণমাধ্যমে কিছু ডকুমেন্ট প্রকাশ পেয়েছে। তবে, উপদেষ্টা জানান, এগুলো যাচাই–বাছাইয়ের কাজ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
আল/ দীপ্ত সংবাদ