ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ৫০ বছরে বাংলাদেশ–ভারত সম্পর্কের সমালোচনা করেন তিনি।
স্ট্যাটাসে হাসনাত লিখেন, ‘গত পঞ্চাশ বছর ধরে, বাংলাদেশ ভারতের সঙ্গে আপস, বাধ্যতামূলক ও নতজানু সংলাপের মাধ্যমে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে আসছে। তবুও ফলাফল প্রায়শই হতাশাজনক—বিশ্বাসঘাতকতা, শোষণ, এবং আমাদের সার্বভৌম অধিকারের প্রতি অবজ্ঞা।‘
‘এখন সময় এসেছে নতুন পথ অবলম্বন করার‘ উল্লেখ করে তিনি আরও লিখেছেন, আগামী দিনগুলোতে, বাংলাদেশ ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে, দৃঢ় প্রত্যয় এবং স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পর্ক স্থাপন করবে। আর কোন অন্যায় আপস হবে না। আমরা আমাদের ন্যায্য অধিকার সুরক্ষিত করতে এবং দাবি জানাতে দৃঢ়প্রতিজ্ঞ।
হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন, বাংলাদেশ ভারতের ছায়ায় নয়, বরং আত্মবিশ্বাসী ও সক্ষম অংশীদার হিসেবে অথবা প্রয়োজন হলে, দৃঢ় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে চায়। আমাদের সার্বভৌমত্ব এবং স্বার্থের প্রশ্নে কোনো ছাড় নয়, এবং এগুলো রক্ষায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
সবশেষে হাসনাত লিখেন, ‘মাতৃভূমি অথবা মৃত্যু’।
উল্লেখ্য, সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়।
এসএ