কঠিন লড়াই দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন। দুবাইয়ে আজ (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দুপুর তিনটায় ভারতের মুখোমুখি হবে নামবে টাইগাররা।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবসময় বাড়তি উন্মাদনা কাজ করে টাইগার ভক্তদের মাঝে। এবারও সেই উন্মাদনার কমতি নেই, তবে খুব একটা ভরসা দিচ্ছে না সাম্প্রতিক পারফরম্যান্স!
ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য আছে তার দলের। তবে সেটি করতে তিন বিভাগেই ভালো খেলার প্রতি গুরুত্ব আরোপ করেছেন টাইগার এই অধিনায়ক। এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে সে বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি খোলাসা করেননি। জানিয়েছেন ম্যাচের দিন কন্ডিশন ও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবেন।
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
আল