পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ শেষে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ভারত। চলতি মাসেই দুই ম্যাচ টেস্ট ও তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজ খেলবে শান্তরা। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে প্রথম টেস্ট। ইতোমধ্যে ওই টেস্টের জন্য পূর্ণ শক্তির দলও ঘোষণা করেছে ভারত।
দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মনে করেন উড়ন্ত ফর্মে থাকা বাংলাদেশের কোনও আশাই নাই। মূলত ভারতের স্কোয়াডই গাঙ্গুলিকে এমন মন্তব্য করতে বাধ্য করেছে। তবে পাকিস্তানে পাওয়া সাফল্যের জন্য টাইগাররা পেয়েছে বাহবা।
সম্প্রতি তিনি বলেন, ‘পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয়। তাই সিরিজ় জেতার জন্য বাংলাদেশকে শুভেচ্ছা। কিন্তু ভারতে খেলা সম্পূর্ণ আলাদা। ঘরের মাঠে হোক বা বিদেশে, ভারত খুবই শক্তিশালী দল। তাই আমি বাংলাদেশের কোনও আশা দেখছি না। ভারতই সিরিজ় জিতবে।‘
সতর্কতার জন্য গাঙ্গুলি ঠিকই পরের মন্তব্যে যোগ করেন, ‘পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে ভারতে আসছে বাংলাদেশ। তাই ওদের আত্মবিশ্বাস বেশি থাকবে। তাই ভারতকে কঠিন লড়াইয়ের জন্য তৈরি থাকতে হবে।‘
চেন্নাইয়ের উইকেট বরাবরই স্পিন বান্ধব। তাই প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলরা একাদশে থাকলে বাংলাদেশকে ভালোই ভোগাবে বিশ্বাস গাঙ্গুলির।
তিনি জানান, ‘চেন্নাইয়ে স্পিনারের সুবিধা পাবে। ওখানে বাউন্স বেশি। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব এখন বিশ্বের সেরা চার জন স্পিনার। তাই ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। ভারতের মাটিতে ওরাই সবচেয়ে বড় অস্ত্র।’