টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ হলেও বিশ্বকাপ ম্যাচের চেয়ে কম গুরুত্ব পাচ্ছে না বাংলাদেশ–ভারতের খেলা।
এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছে ভারত। বাংলাদেশকে আগে বোলিং করতে হচ্ছে।
প্রস্তুতি ম্যাচ বলে দুই দলই তাদের স্কোয়াডে থাকা ১৫ জনকে পর্যায়ক্রমে মাঠে নামাতে পারবে। তবে বাংলাদেশ তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়েছে। ১৩ জনকে নিয়ে তারা মাঠে নামছে।
আর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি খেলবেন না। মুম্বাই থেকে ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে গতকাল নিউ ইয়র্কে পৌঁছান ডানহাতি ব্যাটার। বিশ্রাম নিয়েছেন তিনি। ১৪ জনের দল নিয়ে বাংলাদেশের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দল : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলাম।
ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রিষাভ পান্ত, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
আল/ দীপ্ত সংবাদ