শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ভারতের বিপক্ষে জিততে চাই : হৃদয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আন্তর্জাতিক সার্কিটে অভিজ্ঞতার স্বল্পতা থাকার পরও আগামীকাল থেকে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করার সুযোগ আছে বলে মনে করেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

গত টিটোয়েন্টি বিশ্বকাপের পর সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন ভারতের সেরা তিন তারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তারা। তাদের অবসরের পর ভারতের টিটোয়েন্টি দলকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়া চলছে।

এই সিরিজে ভারতীয় দলে থাকা খেলোয়াড়দের চেয়ে বেশি অভিজ্ঞ বাংলাদেশের বর্তমান টিটোয়েন্টি দলের ক্রিকেটাররা।

গোয়ালিয়রে প্রথম ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আমাদের পারফর্ম করার ভাল সুযোগ আছে এবং স্বাভাবিকভাবেই আমরা এখানে জিততে চাই। জয় ছাড়া অন্য কিছু ভাবছি না। স্বাগতিকদের ধরাশায়ী করতে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

টিটোয়েন্টিতে ১৪ বারের দেখায় বাংলাদেশ ১টিতে জিতেছে এবং ১৩টিতে হেরেছে। ২০১৯ সালের সিরিজে ভারতের মাটিতে বাংলাদেশ একমাত্র জয়ের স্বাদ পেয়েছিলো।

এবারও ভালো কিছুর প্রত্যাশা নিয়ে ভারতের মাটিতে টিটোয়েন্টি সিরিজ শুর করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর করার পাশাপাশি সংক্ষিপ্ত সংস্করনে প্রথমবারের মতো সিরিজ জিততে ম্যাচ বাই ম্যাচ খেলার কথা জানালেন হৃদয়। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আমরা সিরিজ জয়ের জন্য খেলছি। আমরা আমাদের সেরা পারফরমেন্স দেখাতে চাই।’

প্রতিপক্ষ ভারতকে নিয়ে কথা বলতে নারাজ হৃদয়। শুভমান গিল, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজসহ আরও বেশ কিছু সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে তারুণ্যনির্ভর দল সাজিয়েছে ভারত।

হৃদয় বলেন, ‘আমরা যখন কোন দলের বিপক্ষে খেলি তখন আমরা ভাবি না কে দলে আছে বা কে নেই। আমরা সবসময় নিজেদের উপর ফোকাস করার চেষ্টা করি। আমরা প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করি।’

তিনি আরও বলেন, ‘ভারতকে হারানোর সুযোগ ভালো সুুযোগ আছে। ব্যাপারটা এমন নয় আমরা কখনও বড় দলকে হারাইনি। এটি এমন একটি ফরম্যাট যেখানে বড় বা ছোট দল বলে কিছু নেই। যে দল নির্দিষ্ট দিনে ভালো পারফর্ম করবে তারাই ম্যাচ জিতবে।’

সম্প্রতি টিটোয়েন্টি থেকে অবসর ঘোষণা করায় প্রথমবারের মতো এই ফরম্যাটে অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ দলে ব্যাটিংবোলিং দুই বিভাগে একত্রে অবদান রাখতেন সাকিব। তার উপস্থিতিতে অতিরিক্ত ব্যাটার ও বোলার নিয়ে খেলার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতি তাদের দলের কম্বিনেশনে সমস্যা করবে কিনা জানতে চাওয়া হলে হৃদয় বলেন, ‘সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা অবশ্যই সাকিব ভাইকে মিস করবো। তবে আশা করছি তার অনুপস্থিতি পূরণ করতে এবং ভালোভাবে কাটিয়ে উঠতে পারবো।’

আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More