এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজ, প্রতিপক্ষ শক্তিশালী ভারত। রেকর্ড বই খুলে দেখলে বাংলাদেশের সমর্থকদের জন্য খুব বেশি সুখবর নেই। টি–টোয়েন্টিতে ১৭ বারের দেখায় একবারই কেবল জয় এসেছে টাইগারদের। তবে পরিসংখ্যান আর মাঠের ক্রিকেট এক নয়।
বাংলাদেশের সেই একমাত্র জয়টিও এসেছিল একেবারে প্রত্যাশার বাইরে। তাই এবারও অঘটনের আশা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। লড়াইটা যত কঠিনই হোক, শেষ পর্যন্ত ক্রিকেট মাঠে সেরাটাই দিতে চাইবে লিটন দাসের দল।
তবে ম্যাচের আগে খানিকটা দুশ্চিন্তা ছিল অধিনায়ককে নিয়ে। অনুশীলনে পিঠে টান অনুভব করেছিলেন লিটন। তবে চোট গুরুতর নয়, ফলে দল তাকে নিয়েই মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে।
একাদশে খুব বেশি অদলবদলের সম্ভাবনা নেই বাংলাদেশের। কেবল দু্টি জায়গায় পরিবর্তন হতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুল ইসলামের ব্যর্থ বোলিং টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে। ৪ ওভারে ৪৯ রান খরচ করা শরিফুলের বদলে সুযোগ মিলতে পারে পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবের। ভারতের বিপক্ষে যিনি আগেও ভালো বোলিং করার রেকর্ড রয়েছে। এছাড়া শেখ মেহেদীর পরিবর্তে দলে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে।
এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।