ভারতের নারী ফুটবল লিগে অভিষেক হয়েছে বাংলাদেশের সানজিদা আক্তারের। ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গলের জার্সিতে খেলছেন তিনি।
নতুন মহাকাব্য রচনা করলো বাংলাদেশ জাতীয় দলের নারী ফুটবলার সানজিদা আক্তার। ভারতীয় ক্লাব ইস্টবেঙ্গল নারী ফুটবলের প্রথম বিদেশী খেলোয়াড় হিসেবে ৩০ জানুয়ারি মাঠে নামেন তিনি।
ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলেছে স্পোর্টস ওড়িশার বিপক্ষে। যেখানে সানজিদাকে একাদশে রেখেই দল সাজান লাল–হলুদ দলের কোচ।
প্রথম দিন তাই হয়তো মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয় এই বাঘীনীর। তবে খুব দ্রুতই খোলস থেকে বেরিয়ে নিজের আসল রুপে ফিরেন তিনি। ৩২ মিনিটে অল্পের জন্য ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোলটি করা হয়ে উঠেনি তার।
দলকে জেতাতে না পারলেও তিনি প্রমান দেন তার পারফরমেন্সের। পুরো সময়ই মাঠ দাপিয়েছেন। চলতি ভারতীয় লিগে খেলছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট এফসিতে। ৫ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভিনদেশে মুখোমুখি হবে দুই সতীর্থ।
১৯৮৬ সালে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। ওই সময় লাল–হলুদ দলে ডুরান্ড কাপে খেলেছিলেন ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম।
আল / দীপ্ত সংবাদ