ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির নীতিমালা মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপবে এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
আইসিসির অফিসিয়াল লোগোর নিচে পাকিস্তান রয়েছে, বিষয়টি নিয়ে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জানান, আইসিসির নির্দেশনা অনুসরণ করে টুর্নামেন্টে অংশ নেবে ভারত। তবে টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়ে যে গুঞ্জণ চলছে, তা পরিষ্কার করেননি। ১৯ বছর পর এশিয়ায় ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর।
সবশেষ ২০০৬ সালে ভারতে বসেছিলো ওয়ানডে ফরম্যাটের মিনি বিশ্বকাপ খ্যাত বৈশ্বিক আসরটি।