ভারতের জাতীয় ফুটবল দলের প্রধান কোচের শূন্য পদে পেপ গার্দিওলা ও জাভি হার্নান্দেজের নামে আসা আবেদনগুলোকে ভুয়া বলে জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের পরিচালক জানান, সাবেক বার্সেলোনা কোচ জাভির নাম কোচ পদের আবেদনকারীদের তালিকায় ছিল। তবে এক টেকনিক্যাল কমিটির সদস্য বলেন, জাভিকে নিয়োগ দেওয়া ব্যয়বহুল হওয়ায় সেটি বাস্তবায়নযোগ্য নয় বলে মনে হয়েছিল।
জাভির নাম সে তালিকায় উঠে আসার পর থেকেই সন্দেহ ডালপালা মেলতে শুরু করে। এমনকি স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত জানায়, জাভির কাছের মানুষজন বিষয়টা হেসেই উড়িয়ে দিয়েছেন। এরপরই জানা যায়, ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলার নামেও একটি আবেদন এসেছিল। তখনই বিষয়টা পরিষ্কার হয়।
ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই দুই হাই–প্রোফাইল কোচ আসলে ভারতের কোচ হওয়ার জন্য কোনো আবেদনই করেননি।
চলতি মাসের শুরুতে মানোলা মার্কেজ দায়িত্ব ছেড়ে দিলে নতুন কোচ নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করে এআইএফএফ। এরপর থেকেই ভারতের ফুটবল দলের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করছেন অনেকে। তাদের মধ্যে রয়েছেন সাবেক কোচ স্টিফেন কনস্ট্যাটাইন, লিভারপুল তারকা হ্যারি কেওয়েল, ব্ল্যাকবার্ন রোভার্সের সাবেক ম্যানেজার স্টিভ কিন, ভারতের খালিদ জামিল, কিবু ভিকুনা এবং ইলকো শ্যাটোরির মতো কোচদের নাম।
আল