শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে ট্রাম্পের সম্মতি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনায় ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাস হলে রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর কঠোর ব্যবস্থা নিতে পারবে ওয়াশিংটন।

রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে এই ‘রাশিয়া স্যাংশন বিল’ তৈরি করেছেন। এর মূল লক্ষ্য হলো ভ্লাদিমির পুতিনের যুদ্ধের অর্থের উৎস বন্ধ করে দেয়া। এই বিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে ক্ষমতা দেয়া হয়েছে যেন তারা রাশিয়া থেকে জ্বালানি ক্রয়কারী দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা ও আকাশচুম্বী শুল্ক আরোপ করতে পারে।

সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার তেল কিনে পুতিনের যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। নতুন এই বিল কার্যকর হলে এসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এটি রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে বলে মনে করছেন মার্কিন নীতিনির্ধারকরা।

বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক দিচ্ছে, যার মধ্যে ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন বিলটি পাস হলে ভারতের বাণিজ্যিক ক্ষতির পরিমাণ বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী সপ্তাহেই এই বিলটি নিয়ে মার্কিন সিনেটে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More