ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা খাদ্য সামগ্রীসহ চোরাকারবারে জড়িত দুই ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ১১ পদাতিক বিগ্রেডের ৪২ বীর (বিয়ার) ছাতক সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শোয়েব বিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন– সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে কাওছার আহমদ সেবুল ও মৃত এখলাছ মিয়ার ছেলে সাইদুল আহমেদ রাহেল। দুজনে পৌর ছাত্রদল কর্মী।
গতকাল বুধবার মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
ছাতক থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর একটি টিম ছাতক পৌর শহরের পশ্চিম বাগবাড়ি ফরহাদ অ্যান্ড ব্রাদার্স নামের একটি গুদামে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা পৌনে ৭ লাখ টাকা মূল্যের ফুসকা, পাস্তাসহ খাদ্য সামগ্রীর একটি চালান জব্দ করা হয়। একই সময় গুদামে থাকা চোরাচালানে জড়িত কাওছার আহমদ সেবুল ও সাইদুল আহমদ রাহেলকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আলামতসহ গ্রেপ্তারদের ছাতক থানা পুলিশ হেফাজতে দেয়া হলে পরদিন বুধবার দুজনকে গ্রেপ্তার ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে থানা পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে।