এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে টপঅর্ডারের ব্যর্থতার দিনে শেষ দিকে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৬৫ রানে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সাকিব আল হাসানের দল। শেষদিকে নাসুম আহমেদ ও শেখ মেহেদীর ক্যামিওতে ভারতকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।
ব্যাটে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুটিয়ে যাবে বাংলাদেশ, শঙ্কা ছিল তেমন।
৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের ফিফটি ও তাওহিদ হৃদয়ের সঙ্গে অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ২৫.৪ ওভারে অক্ষরকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি পূর্ণ করেন সাকিব। দুজন মিলে গড়লেন শতরানের জুটি। ১০১ রানের জুটি গড়ে ৩৩.১ ওভারে দলীয় ১৬০ রানে শার্দূলের বলে ইনসাইড এজে বোল্ড হন টাইগার অধিনায়ক।
৩৯.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে চার মেরে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন হৃদয়। ৭৭ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা ছিল। ৪১.২ ওভারে মোহাম্মদ শামির বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়।
শেষদিকে নাসুম আহমেদের ৪৫ বলে ৪৪ আর শেখ মেহেদির ২৩ বলে ২৯ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। অভিষিক্ত তানজিম সাকিবও ৮ বলে একটি করে চার–ছক্কায় করেন হার না মানা ১৪।
ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন শার্দূল ঠাকুর। মোহাম্মদ শামি নেন দুটি উইকেট।
এসএ/দীপ্ত নিউজ