দ্বিতীয় টি–টোয়েন্টিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে পাঁচ ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। যদিও বৃষ্টির কারণে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়।
এদিন মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে ১৮ ওভার চার বলে ১২৫ রানেই গুটিয়ে যায় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন অভিষেক শর্মা। হ্যাজেলউডের শিকার তিন উইকেট।
এদিকে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের তুলোধুনো করে ১৯ বলে অর্ধশতক রানের জুটি গড়েন দুই অজি ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। হেড ফেরেন ২৮ রানে। ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন মিশেল মার্শ। এরপর দ্রুত চার উইকেট পড়লেও কোনো অঘটন ঘটেনি। ১৩ ওভার দুই বলে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় অজিরা।
 
  দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক 
  
  
 