নারীদের ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ নিলো বাংলাদেশ। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৫২ রান করেও মারুফা আক্তার আর রাবেয়া খানের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ১১৩ রানে আটকে দিয়ে ৪০ রানের জয় তুলে নিয়েছে টাইগ্রেসরা।
এশিয়ান জায়ান্ট ভারতীয় নারী দলকে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে পরাজিত করেছে বাংলার বাঘিনীরা। নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্রিকেটে নিজেদের ইতিহাসের অন্যতম বড় জয়ে এটা।
এমন জয়ে ম্যাচ শেষে গণমাধ্যমে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন বলেন, ‘আপনারা জানেন বোর্ড সভাপতি দেশের বাইরে আছেন। অবশ্যই কিছু না কিছু থাকবে। সচরাচর জিতলে এমনিতেই বোনাস থাকে। আর এ ধরনের জয়েতো অবশ্যই (বিশেষ কিছু) থাকবে আশা করি।‘
‘অবশ্যই এটা বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য একটা বড় জয়। আমাদের মেয়েদের একটা আক্ষেপ ছিল তারা এখানে নিয়মিত খেলা পাচ্ছে না। সেটাও হয়েছে, সাথে ভারতের বিপক্ষে একটা জয়ও হয়েছে। আমরা এশিয়া কাপে তাদের হারিয়ে শিরোপা জিতেছি, সেটা ছিল টি–টোয়েন্টি। সে হিসেবে ওয়ানডেতে জয়টা আমাদের জন্য অন্যতম স্মরণীয় মুহূর্ত।‘
আল/ দীপ্ত সংবাদ