কুয়াকাটা সৈকতের ভাঙন রক্ষায় ৯৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় পৃথিবীর অনেক উন্নয়ন মূলক কাজ থমকে আছে। বাংলাদেশও এর বিচ্যুতি ঘটেনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড চলছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে প্রতিমন্ত্রী বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সভা উদ্বোধন করেন। কুয়াকাটায় একটি অভিজাত হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পটুয়াখালী–০৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদসহ বরিশাল সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
মো.ইমরান/শায়লা/দীপ্ত নিউজ