সম্প্রতি নেট দুনিয়াই ভাইরাল ‘ময়ে ময়ে’ মিম। স্বভাবতই প্রশ্ন জাগে, কোথা থেকে এই ‘ময়ে ময়ে‘ গান এলো? বেশিরভাগ মানুষই জানেন না এর অর্থ কী।
মূলত টিকটক থেকেই এর সূত্রপাত। সার্বীয় ভাষায় রচিত মূল গানটির নাম ‘ড্যানাম‘। এর দৈর্ঘ্য ২ মিনিট ৫৪ সেকেন্ড। তবে গানের অংশবিশেষ ‘ময়ে ময়ে‘ টিকটকে ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ভিডিও বানানোর হিড়িক পড়ে যায়। এক সপ্তাহের মধ্যে এটি ফেসবুক রিল ও ইউটিউব শর্টেও জনপ্রিয়তা পায়।
তবে ‘ময়ে ময়ে‘ লেখা হলেও এর উচ্চারণ ‘ময়ে মরে‘। এই গানের আকর্ষণীয় সুর ও বারবার ‘ময়ে ময়ে‘ বা ‘ময়ে মরে‘র পুনরাবৃত্তি সবার মনোযোগ কেড়ে নিতে পেরেছে। কেউ কেউ বিষয়টি উপভোগ করলেও, অন্যেরা এটাকে নিয়ে মজা করতেও ছাড়ছেন না।
দেশের মানুষ ‘ময়ে মরে‘ শব্দাংশের অর্থ না বুঝলেও বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের সংগীতজ্ঞরা এই মোহনীয় সুরের মায়াজালে আটকা পড়েছেন।
সার্বীয় ভাষায় ‘মরে‘ শব্দের অর্থ দুঃস্বপ্ন। এই গানের কথা ও সুরে বিষাদ ছড়ানো আছে। গানে না পাওয়ার যন্ত্রণা আছে। শিল্পী গানে বলছেন, তাকে দিনের পর দিন দুঃস্বপ্ন (মরে) তাড়া করে বেড়ায়। এই দুঃস্বপ্ন তার হতাশা ও বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে দেয়। দুঃস্বপ্নের ঘোরে নিজেকে ফেলনা মনে করেন। এর মাঝেও খড়কুটো ধরে বাঁচতে চান।
ভাইরাল এই গানটি গেয়েছেন সার্বিয়ার গায়িকা ও সুরকার তেয়া দোরা। যৌথভাবে গানের কথাগুলো লিখেছেন তেয়া দোরা ও সার্বীয় র্যাপার স্লোবোদান ভেলকোভিক কোবি। অপরদিকে এতে সুর দিয়েছেন লোকা জোভানোভিক।
আল / দীপ্ত সংবাদ