ভরা মৌসুমে বঙ্গপোসাগরে গিয়ে কাঙ্খিত ইলিশ পাচ্ছেন না বাগেরহাটের জেলেরা। লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। মাছ শিকারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন মৎস্য বিভাগের কর্মকর্তারা।
৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ আশায় বুক বেধে সাগরে মাছ শিকারে নামেন বাগেরহাটের জেলেরা। কিন্তু উল্টো ইলিশের দেখা মেলাই ভার। জালে মিলছে না কাঙ্খিত পরিমান মাছ।
জেলেরা জানান, আসা–যাওয়ার খরচ তো উঠছেই না, এমনকি মহাজনের দাদনের টাকাও শোধ নিয়েও দুশ্চিন্তায় তারা। বর্তমানে এমন অবস্থায় জীবিকা নির্বাহের জন্য ভিন্ন পথ খুঁজছেন অনেক জেলে।
ব্যবসায়ীরা জানান, ইলিশ না মেলায় আড়ত চালাতে তাদেরও কষ্ট হচ্ছে। আর চাহিদার বিপরীতে যোগান না থাকায় নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে ইলিশ।
মৎস্য বিভাগ বলছে, সাগরে মাছের ঝাঁক চিহ্নিত করতে সোনারসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পাওয়া যাবে কাঙ্খিত ইলিশ।
বাগেরহাটে জেলে পেশার সাথে জড়িত আছে প্রায় ৪০ হাজার লোক।
আল আমিন/ দীপ্ত সংবাদ