বছর শেষে শীতকালীন সবজিতে ভরে গেছে বাজার। বিভিন্ন রকমের বাহারি সবজির পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। ক্রেতাদের ভিড়ও দেখা যায় দোকানগুলোতে। তবে ভরা মৌসুমেও শীতের সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী।
সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে নানা তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, কুশি ৫০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপি কেজি ৪০ টাকা, ফুলকপির কেজি ৪০ টাকা, ওলকপি ৫০ টাকা, গাজর ৬০ টাকা, বেগুন ৭০ টাকা, শিম ৭০ টাকা, নতুন আলু ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, জলপাই ৬০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা। আর পেঁয়াজ ১৪০ টাকা, রসুন ৮০ টাকা, আদার কেজি ২০০ টাকা। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭০০–৭৫০ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৬০ টাকা ও ডিমের হালি ৪৪ টাকা।
শীত অনেকটা জেঁকে বসলেও এখনো সবজির দাম না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা বলছেন বাজারে সিন্ডিকেট রয়েছে, সেগুলোর ব্যাপারে সরকারের বাজার মনিটরিং এর অভাব থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামত দাম বাড়াচ্ছেন।
তবে, বিক্রেতারা বলছেন, পরিবহন খাতে খরচ বেড়ে যাওয়া, লোকাল সবজির উৎপাদন কম হওয়া সহ নানা কারণে দাম বেড়েছে সবজির।