শীতের দাপটে যখন কাঁপছে দেশ, তখন শীতকালীন সবজির দামে ক্রেতারা কুপোকাত। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আবার খোদ রাজধানীতেই বাজার ভেদে বেড়ে যায় পণ্যের দাম।
বাজারে গিয়ে এখন আর স্বস্তি মেলেনা ক্রেতারা। শীত মৌসুম শেষের দিকে কিন্তু এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। একটু কম দামে পণ্য কেনার আশায় অনেকেই আসেন রাজধানীর কারওয়ান বাজারে। কিন্তু সেই আশাতেও গুড়ে–বালি।
কারওয়ান বাজার ফুলকপি–বাধাকপি ৩৫ টাকা বিক্রি হলেও মাত্র দেড়/দুই কিলোমিটার দূরের কাঠালবাগান ঢালে এই সবজী বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।
বাজারে সবজির পাশাপাশি মাছের দামও চড়া। আকার ভেদে চাষের রুই প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা। সরকারি সংস্থা–টিসিবির হিসাবে, রুই মাছের দাম এক সপ্তাহে বেড়েছে ২০–৩০ টাকা পর্যন্ত।
বছরের শুরুতে বেড়ে যাওয়া চালের দাম কমার কোন লক্ষণ নেই। মোটা চাল স্বর্ণা ও চায়না ইরি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৩–৫৫ টাকায়। পাইজাম ও বিআর ২৮ বিক্রি হচ্ছে ৫৬–৬০ টাকায় আর মিনিকেট ও নাজিরশাইল চলছে ৬৮ থেকে ৭৮ টাকা কেজি।
তবে এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম ১০–১৫ টাকা কমেছে।
আরও পড়ুন: আড়ত থেকে বাজার, সবজির দাম দিগুন
এসএ/দীপ্ত নিউজ