গাইবান্ধা ভরতখালীতে ব্যতিক্রমধর্মী বউ শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় প্রায় শতাধিক গর্ভবতী মা, তাদের শাশুড়ি ও স্বামীরাসহ স্থানীয় সাধারণ জনগন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।
বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক দাতা সংস্থা কইকা এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মমতা প্রকল্পের আয়োজনে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে ব্যতিক্রমধর্মী এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা–৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
মেলায় ৩টি স্টল ও ১টি প্রদর্শনীর মাধ্যমে প্রকল্পের কার্যক্রম ও গর্ভবতী মা ও তাদের পরিবারের সদস্যদের প্রাতিষ্ঠানিক প্রসবসেবা সংক্রান্ত বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন বলেন, সাঘাটা উপজেলাকে শুন্য বাড়িতে প্রসবকে নিশ্চিত করণে মমতা প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানান। সেবা কেন্দ্রটির ব্যবস্থাপনা, পরিস্কার পরিচ্ছন্নতা ও সেবাদানকারীগণসহ মমতা প্রকল্পের এই মহৎ উদ্যোগকে প্রকল্প মেয়াদ শেষেও গুণগত মান বজায় রেখে ধারাবাহিকতা রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ–পরিচালক প্রসেনজিৎ প্রনয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকিরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ প্রতিনিধি শামীমা বিলকিস, এসকেএস ফাউন্ডেশন উপ–পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার, মমতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারি শাহ মোঃ হারুন অর রশিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিতর্ক, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
এসএ/দীপ্ত নিউজ