৫ দিন ধরে ভয়াবহ দাবানলে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত ৮০ জনের। নিখোঁজ রয়েছে এক হাজারের মতো মানুষ। কয়েকটি স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
চারদিকে শুধু দাবানলের ধ্বংসচিহ্ন। হাওয়াই দ্বীপপুঞ্জে এর আগে আগুনের এত ভয়াবহতা কেউ দেখেনি। পুড়ে ছাই হয়ে গেছে অনেক জনবসতি, ফসলের মাঠ ও পর্যটন স্পট। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাউই দ্বীপ। সেখানকার হাজার হাজার বাসিন্দা এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। স্বাভাবিক হয়নি টেলিফোন সংযোগ।
রিসোর্ট সিটি হিসেবে পরিচিত– লাহাইনার শতকরা ৮০ ভাগ এলাকা পুড়ে ছাই। ধ্বংস হয়ে গেছে কমপক্ষে ১৭শ ঘরবাড়ি ও স্থাপনা।
ফায়ার ব্রিগেড, কোস্টগার্ড ও ন্যাশনাল গার্ডসহ বিভিন্ন সংস্থা উদ্ধারকাজ করছে। এই দাবানলকে বড় ধরণের দুর্যোগ পরিস্থিতি ঘোষণা দিয়ে, অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মাউই কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, লাহাইনা এখনো জ্বলছে। তবে শতকরা ৮৫ ভাগ এলাকার আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অন্যান্য স্থানের পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে
৮ আগস্ট মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গলে দাবানল শুরু হয়। কাছেই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ায়, প্রচণ্ড বাতাসের কারণে আগুনের তীব্রতা বেড়ে যায়। দ্রুত তা সমুদ্রতীরবর্তী শহর লাহাইনায় ছড়িয়ে পড়ে।
আল/দীপ্ত সংবাদ