ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডা। দেশজুড়ে জ্বলছে ১ হাজার ৫০টি দাবানল। আগুন ছড়িয়ে পড়েছে ব্রিটিশ কলাম্বিয়া থেকে কুইবেক পর্যন্ত। কলম্বিয়া প্রদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) কানাডার উত্তরাঞ্চলীয় ইয়েলোনাইফ নগরী ছেড়ে ২০ হাজার মানুষ নিরাপদে সরে গেছেন। ব্রিটিশ কলাম্বিয়ায় প্রায় ২৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। ১ লাখ ৫০ হাজার মানুষের কেলোনা নগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
দাবানলে ইয়োলোনাইফ নগরীর অবস্থা সবচেয়ে খারাপ। শহরের উপকণ্ঠে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এরই মধ্যে আলবার্টা প্রদেশের এডমন্টন শহর পরিদর্শন করেছেন কানাডার প্রধানমন্ত্রী। দাবানল নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।
আল/ দীপ্ত সংবাদ