৫০
বিরল ব্লু মুনের দেখা পেল বিশ্ববাসী। গতরাত বুধবার (৩০ আগস্ট) রাখি পূর্ণমার দিন ভিন্ন এ ঘটনা ঘটলো।
একমাসের মধ্যে যদি দ্বিতীয়বার পূর্ণিমা হয় তখন তাকে ব্লু মুন বলা হয়। তবে, একই মাসে দুবার সুপারমুন দেখতে পাওয়ার ঘটনা অত্যন্ত বিরল।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতেও চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। পরবর্তী সুপার ব্লু মুন দেখা যাবে ২০৩৭ সালে।
এসএ/দীপ্ত নিউজ