তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস–এ বাংলাদেশকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে, যা আমাদের জন্য সম্মানের।
শনিবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামে সাংবদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ব্রিকস বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়ে স্বীকার করে নিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উদীয়মান অর্থনীতির দেশ। এতে যোগদানে দেশের বহুমাত্রিক সুবিধা হবে। কিন্তু উন্নয়নবিরোধী মির্জা ফখরুলরা একে সুবিধাবাদী পদক্ষেপ বলে প্রচারণা চালাচ্ছেন।’
হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি মির্জা ফখরুল সাহেব বলেছেন– তারা আন্দোলনে সন্ত্রাসী কার্যক্রম পরিহার করেছেন। এর মাধ্যমে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন সেটি স্বীকার করেছেন। যদিও তারা এখনো দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, মুর্যাল ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে; যা নিন্দনীয়।‘
আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশের ভূ–রাজনৈতিক পদক্ষেপ নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।‘
এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাংসদ নোমান আল মাহমুদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
রুনা আনসারী/মাসউদ/দীপ্ত সংবাদ