আইনজীবীদের আদালত বর্জনের মধ্যেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল–১ থেকে ২১ জন আসামি জামিন পেয়েছেন। ৫ জানুয়ারি থেকে আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। ভোগান্তিতে পরেছেন বিচারপ্রার্থীরা।
দুই বিচারক ও এক নাজিরকে প্রত্যাহারের দাবিতে জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ বর্জন করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। আইনজীবীদের সাথে বিচারকদের অপ্রীতিকর ঘটনার কারনে ব্রাহ্মণবাড়িয়ার দুটি আদালতে প্রায় এক মাস ধরে চলছে অচলাবস্থা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূইয়া বলছেন, “আইনজীবীদের পক্ষ থেকে জামিন চাইলে বেইলবন্ড প্রয়োজন হয়। কিন্তু পক্ষ যখন নিজেই আসে, তখন আর এ শর্ত প্রযোজ্য হয় না।“
জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, “আইনজীবীদের আদালত বর্জনের ফলে নানা ধরণের সমস্যা হচ্ছে। দ্রুত এর সমাধান চান বিচারপ্রার্থীরা।“