ব্রাজিলের উত্তর–পূর্বাঞ্চলে ভবন ধসে শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর–পূর্বাঞ্চলে পার্নামবুকো প্রদেশে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
নিহতদের মধ্যে ৫, ৮ ও ১৬ বছর বয়সী শিশু রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৭ জুলাই) পার্নামবুকো প্রদেশের রাজধানী রেসিফের পাশের এলাকা জাঙ্গায় ভবন ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও এখনও ছয়জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুক পেজে একটি পোস্টে আরও জানিয়েছে, ফায়ার সার্ভিস ও পাবলিক সেফটি গ্রুপের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
পার্নামবুকোর গভর্নর রাকেল লাইরা টুইটারে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে প্রাদেশিক সরকার দরিদ্র পরিবারগুলোতে আর্থিক সহায়তা প্রদান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কর্তৃপক্ষ বলেছে, একটি বৃহৎ হাউজিং কমপ্লেক্সের সাথে সংযুক্ত তিন তলা ভবনটি ঝুঁকির কারণে ২০১০ সালে বন্ধ করে দেয়া হয়। কিন্তু এরপর থেকে অবৈধভাবে কিছু লোক সেখানে বাস করছিল।
উল্লেখ্য, এর আগে এপ্রিলে একই রাজ্যের অলিন্দা শহরে একই ধরনের ঝুঁকিপূর্ণ একটি ভবন ধসে ছয় জনের মৃত্যু হয়।
আফ/দীপ্ত নিউজ