তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সুস্থতা কামনায়, কাতারের সব ভবনে তুলে ধরা হয়েছে তার পোস্টার-স্ট্যাচু। বিশ্বকাপ উপভোগ করতে যাওয়া ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয় উঠবেন তিনি।
লাল, নীল, হলুদ, সবুজসহ বিভিন্ন রঙের আলোতে রঙিন টাওয়ার। মিনিট ব্যবধানে বদলে যাচ্ছে লাইটিংয়ের মাধ্যমে তৈরি করা ছবিগুলো। কখনো আবার ভেসে উঠছে কিছু লেখা। ‘আমরা পেলেকে ভালোবাসি। সুস্থ হয়ে উঠুন কিংবদন্তি-‘এমন সব লেখা ভেসে উঠছে একের পর এক।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পেলে-এমন খবর ছড়িয়ে পড়েছে এরইমধ্যে। বিশ্বকাপের শেষ ষোলো শুরুর দিন ব্রাজিল লিজেন্ডের গুরুতর অসুস্থতার সংবাদ শুনে নড়েচড়ে বসে বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। তাই তিনবারের বিশ্বকাপ জয়ীর সুস্থতা কামনা করে আলোকিত হয়ে উঠেছে দোহা।
এই সপ্তাহের শুরুতে সাও পাওলোর হাসপাতালে কেমোথেরাপি নিতে ভর্তি হন পেলে। ৮২ বছর বয়সী কিংবদন্তি, এখন বেশ সুস্থ। তিনি নিজেই জানান, বিশ্বকাপে ব্রাজিলকে খেলতে দেখা তাকে শক্তি দিয়েছে।