নতুন ঠিকানায় আসার সপ্তাহখানেকের মাথায় প্রথমবার শুরুর একাদশে নামলেন জোয়াও পেদ্রো, হয়ে উঠলেন দলের মধ্যমণি। চমৎকার দু‘টি গোল করে গড়ে দিলেন ব্যবধান। ফ্লুমিন্সিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো চেলসি।
নতুন ঠিকানায় আসার সপ্তাহখানেকের মাথায় প্রথমবার শুরুর একাদশে নামলেন জোয়াও পেদ্রো, হয়ে উঠলেন দলের মধ্যমণি। চমৎকার দুটি গোল করে গড়ে দিলেন ব্যবধান। ফ্লুমিন্সিকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠলো চেলসি।
যে ফ্লুমিনেন্সের হয়ে তার সিনিয়র লেভেল ক্যারিয়ার শুরু, সেই ক্লাবের বিপক্ষেই জোড়া গোল করলেন পেদ্রো। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম, নিউজার্সির মেটলাইফে ম্যাচের ১৮ মিনিটে গোল করে ব্লুজদের এগিয়ে দেন পেদ্রো।
২৬ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় ফ্লুমিনেন্সি। বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক মার্ক কুকুরেইয়া। ৮ মিনিট পর আবারো বিপদে পড়তে বসেছিলো চেলসি। এবার তাদের ত্রাণ কর্তার ভুমিকায় ভিএআর।
এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে, ব্যবধান দ্বিগুণ হয় ৫৬ মিনিটে। অসাধারণ নৈপুণ্য দেখিয়ে দ্বিতীয় গোলটি করেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার, পেদ্রো।
শেষ দিকে ঘর সামলানোয় বাড়তি মনোযোগ দেয় চেলসি। সুযোগে আক্রমণে চাপ বাড়ায় ফ্লুমিনেন্সি। কিন্তু লড়াইয়ে কোনোরকম নাটকীয়তা ফেরাতে পারেনি তারা। আগামী রোববার ফাইনাল। চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ কিংবা পিএসজি। দুই দল বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে।
মোহাম্মদ হাসিব/এজে/দীপ্ত সংবাদ