আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ আসনে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে আজ (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানো কার্যক্রম শুরু হবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বরাত দিয়ে প্রেস সচিব জানান, পাবনা–১ ও পাবনা–২ আসন নিয়ে যে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছিল, তা নিরসন হয়েছে বলে নির্বাচন কমিশন সচিব নিশ্চিত করেছেন। ফলে দেশের ৩০০ আসনেই নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।
তিনি আরও বলেন, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবেই আজ রাত থেকে পূর্ণোদ্যমে ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হচ্ছে।
এসএ