জামায়াতে ইসলামী সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন।
রবিবার (৪ মে) বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্ট সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
ব্যারিস্টার রাজ্জাক ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন এবং মৃত্যুর আগপর্যন্ত লাইফ সাপোর্টে ছিলেন।
উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেট বিয়ানীবাজার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি লন্ডন থেকে পাঠানো এক ই–মেইল বার্তায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন।