সিরিজে টানা তৃতীয়বার টসে হারলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে ১-১ সমতায় থাকার কারণে এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।
এর আগে ২০২১ সালে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজটিও টাইগারদের হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি ২–১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
এদিকে অঘোষিত ফাইনালে টাইগার স্কোয়াডে তিন পরিবর্তন এসেছে। ওপেনার লিটন দাস বাদ পড়ায় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। অন্যদিকে পেসার তানজিম হাসান ইনজুরিতে থাকায় খেলবেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। ব্যর্থতার কারণে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।