সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের হয়ে দুই জনের অভিষেক হয়েছে আজ। পেসার মায়াঙ্ক যাদব ও অলরাউন্ডার নিতিশ কুমার প্রথমবার ভারতের জার্সিতে খেলবেন।
সাকিব আল হাসানকে ছাড়া টি–২০ যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। স্পিন আক্রমণের ভার এখন তাই তরুণ রিশাদ হোসেনের কাঁধে। তার সঙ্গে মেহেদী মিরাজ, শেখ মাহেদী দলের সমন্বয় ও উইকেট কন্ডিশন অনুযায়ী সমন্বয় করা হবে। প্রথম ম্যাচে যেমন মিরাজ আছেন একাদশে।
পেস আক্রমণে মুস্তাফিজ–তাসকিনদের সঙ্গে থাকবেন শরিফুল–তানজিম সাকিবরা। ব্যাটিং অর্ডারে লিটন দাস, তাওহীদ হৃদয়রা অনুমিত নাম। সুযোগ পেয়েছেন পারভেজ ইমন। সাকিব না থাকায় নাজমুল শান্ত–মাহমুদউল্লাহর দায়িত্বশীল ব্যাটিং করতে হবে।
রোহিত শর্মা– বিরাট কোহলি–রবীন্দ্র জাদেজারা অবসর নেওয়ায় এরই মধ্যে ভারতের নতুন টি–২০ যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ সিরিজে অভিষেক হচ্ছে গতিময় পেসার মায়াঙ্ক যাদবের। তার সঙ্গে ক্যাপ তুলে দেওয়া হয়েছে নিতিশ রেড্ডিকেও।
বাংলাদেশ একাদশ–
পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
ভারত একাদশ–
সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়শিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।
আল/ দীপ্ত সংবাদ