দেশের ব্যাংকিং ব্যবস্থা সুদৃঢ় অবস্থায় আছে এবং কোনো তারল্য সংকট নেই বলে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যাংক থেকে আমানত’ তুলে নেয়ার গুজবের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, দেশের ব্যাংক ব্যবস্থার নানা সংকট নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। ব্যাংক বন্ধ হয়ে যাওয়া, তারল্য সংকট বা আমানতের টাকা তোলার হিড়িকসহ নানা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে ব্যাংকগুলোতে ১ লাখ ৬৯ হাজার ৫৭৬ কোটি টাকা তারল্য আছে।
সোমবার বিভিন্ন ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আলোচনা হয় সার্বিক পরিস্থিতি নিয়ে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, অক্টোবরের প্রথম ১০ দিনের তুলনায় নভেম্বরের প্রথম ১০ দিনে ৩১ মিলিয়ন ডলার বেশি ঋণপত্র খোলা হয়েছে।
এছাড়া রেমিট্যান্স এবং রপ্তানিও ক্রমবর্ধনশীল ধারায় আছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র।